BJP : বাঁকুড়ায় বাম নেতা-নেত্রীর বাড়িতে বিজেপি বিধায়ক, তুঙ্গে জল্পনা। Bangla News
দিন কয়েক আগেই তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছিলেন। পথ দুর্ঘটনায় আহত তৃণমূল নেত্রীর হাতে তুলে দিয়েছিলেন ফুলের তোড়া। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়। এর রেশ কাটতে না কাটতেই এবার বাম নেতার বাড়িতে পৌঁছে গেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। ফুল-মিষ্টিতে শুভেচ্ছা বিনিময় করলেন নীলাদ্রিশেখর দানা।
কিন্তু এই সাক্ষাৎ কি নিছকই সৌজন্য বিনিময়? নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? পুরভোটের আগে জোর চর্চা শুরু হয়েছে বাঁকুড়ায়।
মঙ্গলবার সন্ধেয় বর্ষীয়ান সিপিএম নেতা কিঙ্কর বসাকের বাড়ি যান স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। সেখানে সাক্ষাৎ সেরে সিপিএম নেত্রী ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন শিউলি মিদ্যার বাড়িতে যান বিজেপি বিধায়ক। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে দু’জনের মধ্যে। তারপর থেকেই এ নিয়ে চলছে গুঞ্জন। তবে বাম নেত্রীর দাবি, সাক্ষাতের নেপথ্যে সৌজন্য ছাড়া আর কিছুই নেই।
৪ ডিসেম্বর বাঁকুড়ার মাচানতলায় প্রকাশ্য সভায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা গিয়েছিল প্রাক্তন সাংসদ ও প্রবীণ সিপিএম নেতা বাসুদেব আচারিয়াকে নিয়ে প্রশংসার সুর।
এবার বাম নেতা-নেত্রীর সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক। যা নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করেছে তৃণমূল।
সবমিলিয়ে বাম-বিজেপি নেতার সাক্ষাতের পর তার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।