Bank Strike: বেসরকারিকরণের প্রতিবাদে আজ-কাল দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত-বেসরকারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, দুর্ভোগের আশঙ্কা। Bangla News

Continues below advertisement

‘কে বাড়ি করবে, কোথায় কে কিনবে। কাউন্সিলর (Councillor) ঠিক করবে না।’ পুরভোটের (Kolkata Municipal Corporation Election) আগে সিন্ডিকেট (Syndicate) নিয়ে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। 

সিন্ডিকেট নিয়ে মমতার বার্তা লোকদেখানো বলে মনে করছে বিরোধীরা। ‘আগে এরকম অনেক বলেছেন, কাজ কিছুই হয়নি’, খোঁচা বিজেপি-র (BJP)। 

দুর্নীতি রুখতে এবার বাড়ি থেকে শিল্পে সব ধরনের অনুমতি পেতে অনলাইনের পথে হাঁটছে রাজ্য সরকার (West Bengal Government)।

রবিরারই কলকাতায় পুরভোট। স্থগিতাদেশ দিল না হাইকোর্ট (Calcutta High Court)। খারিজ বিজেপির আবেদন। বাকি পুরভোট যত দ্রুত সম্ভব, কম দফায় করতে নির্দেশ।

ভোটের বাকি তিনদিন। কলকাতা জুড়ে নাকা তল্লাশি শুরু পুলিশের।

কলকাতার পুরভোটে তৃণমূল পেতে পারে ১৩০টি আসন। বিজেপি পেতে পারে ১৩, বামেরা পেতে পারে একটি আসন। না-ও খাতা খুলতে পারে কংগ্রেস। ইঙ্গিত সি ভোটারের সমীক্ষায়।

ধর্মের সঙ্গে শিল্পের মেলবন্ধন করে দুর্গাপুজো। ‘ইনট্যানজিবল হেরিটেজ’ তকমা দিল ইউনেস্কো। বাংলার গর্বের মুহূর্ত, ট্যুইট মুখ্যমন্ত্রীর।

প্রত্যেক ভারতীয়র আনন্দের বিষয়, ট্যুইট নরেন্দ্র মোদি, অমিত শাহর। অমিত শাহরা দাবি করেছিলেন বাংলায় দুর্গাপুজো হয় না, মিথ্যাচারের বেলুন ফাটল, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

সিঙ্গুরে বিজেপির ধর্নার দ্বিতীয় দিন রাজ্য বিজেপির ফুল বেঞ্চের দেখা মিললেও, নেই হুগলির সাংসদ। জানানো হয়েছে দেরিতে, দাবি লকেট চট্টোপাধ্যায়ের।

আজ তৃণমূলে যোগ দিচ্ছেন হাওড়া সদরের বহিষ্কৃত বিজেপি সভাপতি। ফের শুভেন্দু অধিকারীকে তোপ। 

লখিমপুরকাণ্ডে প্রশ্নের মুখে এবিপি নিউজের দিকে তেড়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এটাই বিজেপির সংস্কৃতি! কেন্দ্রীয় মন্ত্রীর আচরণে আক্রমণে কংগ্রেস। অবিলম্বে বরখাস্তের দাবি। লখনউ থেকে হঠাৎ দিল্লিতে অজয়কে তলব।

এবার বাংলাতেও ওমিক্রন! আক্রান্ত আবুধাবি ফেরত মালদার শিশু। মালদা মেডিক্যালে ভর্তি। চিহ্নিত শিশুর সংস্পর্শে আসা ৩৭ বিমানযাত্রী।

বেসরকারিকরণের প্রতিবাদে আজ-কাল দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত-বেসরকারি ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ছাড় শুধু হাসপাতাল সংলগ্ন এটিএমে। চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা।

৭ দিনের লড়াই শেষ, হাসপাতালে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের মৃত্যু। কপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত-সহ প্রাণ হারালেন ১৪ জনই। শোকবার্তা মোদি-রাহুল-মমতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram