RGKar News:'আজকের এই মিছিল একটি মেয়ের জন্য নয়,সমস্ত মেয়ের নিরাপত্তার জন্য',বললেন বোলান গঙ্গোপাধ্যায়

Continues below advertisement

ABP Ananda LIVE: 'এটা একটা ঘটনা নয়, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। গোটা সামাজিক অবস্থা একটা নতুন শ্রেণী তৈরি হয়েছে সিভিক ভলায়ন্টিয়ার এদের ক্ষমতা বজায়া রাখার জন্য। সমস্ত কিছুটা জড়িত। আজকের এই মিছিল একটি মেয়ের জন্য নয়, সমস্ত মেয়ের নিরাপত্তার জন্য', বললেন বোলান গঙ্গোপাধ্যায়।

এই ঘটনা সম্পর্কে রেশমি সেন বলছেন, 'এই ঘটনা আমাদের প্রবলভাবে নাড়া দিয়েছে বলেই আমরা রাস্তায় নেমেছি। আমরা তো চিকিৎসকদের ভরসাতেই রোজ কাজে যাই। আজ আমিও অসুস্থ, আমিও একজন চিকিৎসকের ভরসাতেই কাজে বেরিয়েছি। সেই চিকিৎসকেরাই যদি কর্মক্ষেত্রে নিরাপত্তা না পান, ৩৬ ঘণ্টা ডিউটির পরে যদি তাঁদের বিশ্রাম নেওয়ার ব্যবস্থাটুকু না থাকে, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। যাদবপুরেও দেখলাম, হোস্টেলে নিশ্চিন্ত নয়, এই আরজি করের ক্ষেত্রেও দেখলাম। আমরা কাজের জায়গাকে আমাদের সেকেন্ড হোম বলি। যদি সেই দ্বিতীয় বাড়িতেই ভরসা না থাকে, তাহলে আর কোথায় থাকবে? মানুষ যদি কর্মক্ষেত্রেই নিশ্চিন্ত না হতে পারে তাহলে কর্মক্ষেত্রে অরাজকতা দেখা দেবে। সারা ভারতেই মেয়েদের কেমন যেন অন্য নজরে দেখা হয়। যদিও মেয়েদের বাড়তি নিরাপত্তার প্রয়োজন হয় বলে আমি বিশ্বাস করি না, কিন্তু সমাজে তো মেয়েদের দিকে তাকানোই হয় অন্যভাবে। পরিকাঠামোর বদল চাই যেন মেয়েরা নিরাপদে কাজটা করতে পারে। দোষীদের কঠিন শাস্তি চাই।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram