ISF worker: আইএসএফ কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বস্তা ভর্তি বোমা

Continues below advertisement

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব চলছে। তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে উদ্ধার হল বোমা। ভাঙড়ের ধৈয়তি গ্রামে আইএসএফ (ISF) কর্মীর বাড়িতে মুরগির ঘর থেকে উদ্ধার হল বস্তা ভর্তি বোমা। রবিবার সকালে আইএসএফ কর্মী আলাউদ্দিন মোল্লার বাড়িতে হানা দেয় কাশীপুর থানার পুলিশ। তবে বস্তায় কতগুলি বোমা আছে, তা এখনও জানা যায়নি। আইএসএফ কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইএসএফের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তাদের দলের কর্মীকে ফাঁসাতেই বোমা রাখা হয়েছে। ভোটের আগে সন্ত্রাস তৈরির চেষ্টা করছে আইএসএফ, পাল্টা দাবি শাসকদলের। 

আজ সকালে যখন ভাঙড়ে বোমা উদ্ধার হয়েছে। সেদিনই মুর্শিদাবাদেও দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। হরিহরপাড়া ও সুতি থেকে উদ্ধার হয়েছে বোমা। আজ সকালে হরিহরপাড়ার হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের লালনগর ঘোষপাড়া এলাকায় মাঠের মধ্যে এক ব্যাগ ভর্তি সকেট বোমা পড়ে থাকতে দেখা যায়। পরে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। অন্যদিকে, সুতির লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে বাজরার খেত থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। হরিহরপাড়ার তৃণমূল ব্লক সভাপতির দাবি, ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে বিরোধীরা এই কাজ করছে। বিজেপি বা বাম-কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। মনোনয়ন-পর্বের প্রথম দিন খড়গ্রামে কংগ্রেস কর্মী খুন হন। দ্বিতীয় দিনে ডোমকলে অস্ত্র নিয়ে তৃণমূল নেতার দাপাদাপি দেখা যায়। ডোমকলেই মনোনয়ন ঘিরে সিপিএম ও তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ছবিও দেখা যায়। তারপর সেই মুর্শিদাবাদ জেলার দুই জায়গা থেকে উদ্ধার হল বোমা। মুর্শিদাবাদের ডোমকলে সারাংপুরে বিডিও অফিসের সামনে পিস্তল নিয়ে তৃণমূল অঞ্চল সভাপতির দাপাদাপির ঘটনায় ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্ত বাসির মোল্লাকে অস্ত্র আইনে গ্রেফতার করেও হেফাজতেই চাইল না পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেআইনি অস্ত্র মজুতের একটিমাত্র ধারায় মামলা রুজু হয়েছে। এদিন তৃণমূল অঞ্চল সভাপতিকে বহরমপুর আদালতে তোলা হয়। গতকাল মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে ডোমকলে ধুন্ধুমার বাধে। ডোমকল বিডিও অফিসের সামনে তৃণমূল নেতার কোমরে গোঁজা পিস্তল উদ্ধার করে পুলিশ। বাম-কংগ্রেস অভিযোগ করে, বিরোধীদের মনোনয়ন আটকাতেই বিডিও অফিস ঘিরে রেখেছিল তৃণমূলের সশস্ত্র বাহিনী। তল্লাশিতে তৃণমূলের সারাংপুরের ৫ নম্বর অঞ্চলের সভাপতি বাসির মোল্লার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram