Bongaon: বাংলাদেশের ভোটার লিস্টে নাম, ভারতীয় বলে দাবি করতে পারেন না আলোরানি, মত আদালতের।Bangla News

Continues below advertisement

উত্তর ২৪ পরগনার বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানি সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। আলোরানি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না বলে পর্যবেক্ষণ আদালতের। গত বিধানসভা ভোটে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ছিলেন আলোরানি সরকার। কিন্তু, বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২ হাজার ৪ ভোটে পরাজিত হন তিনি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলাতেই এদিন বিচারপতি বিবেক চৌধুরী বলেন, বাংলাদেশের ভোটার লিস্টে নাম রয়েছে আলোরানি সরকারের। তাই নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না তিনি। এই অবস্থায় তৃণমূল নেত্রীর নাগরিকত্বের বর্তমান অবস্থা খতিয়ে দেখে, জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত। তবে নিজেকে এদেশের নাগরিক দাবি করে, এ বিষয়ে ডিভিশন বেঞ্চে যাবেন বলে জানিয়েছেন আলোরানি সরকার।

এবিপি আনন্দ-র মার্চেনডাইস সম্ভার- ক্লিক করুন-

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram