CAA: CAA-তে নাগরিকত্ব পেলেন নদিয়ার আসাননগরের বাসিন্দা। ABP Ananda Live
ABP Ananda Live: CAA-তে নাগরিকত্ব পেলেন নদিয়ার (Nadia) আসাননগরের বাসিন্দা। নাগরিকত্ব পেলেন নদিয়ার আসাননগরের এক বাসিন্দা। আবেদন করার প্রায় এক মাসের মধ্যেই পেলেন নাগরিকত্ব।
CAA নিয়ে আশা-আশঙ্কার দোলাচলের মধ্যেই মিলল নাগরিকত্ব। এবার নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের মতুয়া গৃহবধূ। আবেদন করার দেড় মাসের মধ্যেই মিলল নাগরিকত্ব।কখনও আশা, কখনও আশঙ্কা, কখনও বা ধোঁয়াশা...CAA পোর্টালে আবেদন করলে সত্যিই কি মিলবে নাগরিকত্ব? মতুয়াদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি কি থেকে যাবে কথার কথা হয়েই? সব ছাপিয়ে বড় হয়ে উঠেছিল এই প্রশ্নগুলোই। আর এরই মাঝে, এবার নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের মতুয়া গৃহবধূ। আবেদনের দেড় মাসের মধ্যে নাগরিকত্বের কাগজ হাতে পেলেন শান্তিলতা বিশ্বাস। স্বামী স্ত্রী, ২ জনেই একসাথে আবেদন করেছিলেন নাগরিকত্বের জন্য। কিন্তু আপাতত শুধুমাত্র স্ত্রী-ই পেয়েছেন কাগজপত্র। এর আগে, ১৫ ই মে ১৪ জনকে নাগরিকত্ব দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে এই প্রথম নাগরিকত্ব পেলেন ঠাকুরনগরের কোনও মতুয়া সম্প্রদায়ের সদস্য।