Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে কলকাতা, আসানসোল মিলিয়ে ১২টি জায়গায় ম্যারাথন তল্লাশি CBI-এর। ABP Ananda Live
Continues below advertisement
CBI: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) ফের তৎপর সিবিআই (CBI)। কলকাতা, আসানসোল মিলিয়ে ১২টি জায়গায় একযোগে তল্লাশি চলছে। মূলত অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের বাড়িতেই চলছে সিবিআই-তল্লাশি। কলকাতার ভবানীপুরের দুটি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। CBI-এর দাবি, ভবানীপুরে স্নেহাশিস তালুকদার ওরফে বুবাই, আসানসোলে কালু, দুর্গাপুরে সৌরভ এমন বেশ কয়েকজন মানি হ্যান্ডলারের নাম তদন্তে উঠে এসেছে। এরা রত্নেশ বর্মা ও লালা ওরফে অনুপ মাঝির ঘনিষ্ঠ হিসেবে কয়লা পাচারের টাকা লেনদেন করত বলে CBI-এর দাবি। ABP Ananda Live
Continues below advertisement