CBI : আদালতে হাজিরা বা আত্মসমর্পণ কোনওটাই করেনননি, আব্দুল লতিফকে এবার ফেরার ঘোষণা করতে পারে CBI
Continues below advertisement
গরুপাচার (Cow smuggling case)মামলায় আব্দুল লতিফকে এবার ফেরার ঘোষণা করতে পারে সিবিআই (CBI)। সিবিআইয়ের চার্জশিটে নাম ওঠার পর, গরুপাচার মামলায় আসানসোলের সিবিআই স্পেশাল কোর্ট আবদুল লতিফের (Abdul latif) বিরুদ্ধে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু, আদালতে হাজিরা বা আত্মসমর্পণ কোনওটাই করেনননি লতিফ। সূত্রের খবর, তাঁকে ফেরার ঘোষণা করতে আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই। ফেরার ঘোষণা করার পরও যদি আব্দুল লতিফ হাজিরা না দেন, আদালতের নিয়ম মেনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে সিবিআই।
Continues below advertisement