CBI: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই স্ক্যানারে এজেন্টদের ভূমিকা!

Continues below advertisement

স্কুল সার্ভিস কমিশনের ওপরমহল পর্যন্ত যোগাযোগ ছিল বাগদার 'সৎ রঞ্জন' বা চন্দন মণ্ডলের (Chandan Mandal)। সিবিআই (CBI) সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির অন্যতম অপারেটার হিসেবে কাজ করতেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, SSC-র পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটির তিনজনের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল চন্দনের। নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই স্ক্যানারে এজেন্টদের ভূমিকা! ধৃত এজেন্ট শেখ শাহিদ ইমামের থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সূত্রের খবর। শাহিদের দাবি, তিনি ফেঁসে গিয়েছেন। তাই সাক্ষী দেবেন। অন্যদিকে, চন্দন মণ্ডলকে জেরা করেও সামনে এসেছে নিয়োগ দুর্নীতির এজেন্ট চক্র সম্পর্কিত নয়া তথ্য! এমনটাই সূত্রের খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram