SSC Case: নীলাদ্রির ফোন গোপন তথ্যের ভাণ্ডার! আরও অনেকে যুক্ত থাকতে পারেন, সন্দেহ সিবিআই-এর
নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ধৃত, OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসের। মোবাইল ফোনটিকে গোপন তথ্যের ভাণ্ডার বলে মনে করছে সিবিআই। এবার ওই ভাণ্ডারের হদিশ পেতে তৎপর কেন্দ্রীয় সংস্থা। নীলাদ্রি একা নন, সংস্থার আরও অনেকে এর সঙ্গে যুক্ত বলে সন্দেহ গোয়েন্দাদের।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital CBI ABP Ananda SSC Case ABP Ananda Bengali News - Bengali News