Mamata Banerjee: কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, কোথা থেকে পাব এত টাকা ? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Continues below advertisement
Mamata Banerjee Attacks Modi Govt: 'কোথা থেকে পাব আমি এত টাকা ? কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তাঁরা তো আমাদেরই টাকা দেয় না। ' নবান্নের বৈঠকে জোর নিশানা করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে পুর এলাকায় ধাক্কা, পরিষেবা নিয়ে বৈঠক ডাকেন এদিন মুখ্যমন্ত্রী। তাহেরপুর, ঝালদা বাদে রাজ্যের সব পুরসভার মেয়র-চেয়ারপার্সনদের নবান্নে তলব। ডাকা হয়েছে পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও। পুর পরিষেবায় কোথায় ঘাটতি, আলোচনা হয় বৈঠকে। লোকসভা ভোটে ১২১ পুরসভার মধ্যে বিজেপি এগিয়ে ৬৭টিতে। ৫০টিতে এগিয়ে আছে শাসকদল তৃণমূল। কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডে ৪৫টিতে এগিয়ে বিজেপি। বালি ও হাওড়ার বিধায়কদেরও নবান্ন সভাঘরে তলব। বালি ও হাওড়া পুরসভার স্থগিত ভোট নিয়েও আলোচনার সম্ভাবনা। ABP Ananda LIVE
Continues below advertisement