Congress News: সংগঠনের হাল ফেরানো কত বড় চ্যালেঞ্জ? কী বলছেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি?

Continues below advertisement

Congress: প্রাক্তন অধীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। 'সফট বা হার্ড লাইনার বলে কিছু বুঝি না, দলকে শক্তিশালী করাই লক্ষ্য'। 'আমরা সমানভাবে বিজেপি ও তৃণমূলের বিরোধী'। 'আমরা কেন্দ্রে বিজেপি বিরোধী, রাজ্যে তৃণমূল বিরোধী'। 'তৃণমূল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখলে তার বিরোধিতা করব না'। 'রাজ্যে শিল্প আনলে সমর্থন করব, কিন্তু তার জন্য চাঁদা তুললে বিরোধিতা করব'। 'আমরা বামেদের সঙ্গে জোট করে লড়েছি'। 'এখনই বলা সম্ভব নয়, ভবিষ্যতে বামেদের সঙ্গে নেই বা তৃণমূলের সঙ্গে আছি'। 'আমার দায়িত্ব কংগ্রেসকে শক্তিশালী করা'। 'কাল যদি মানুষ চায়, নাগরিক সমাজ ভোটে লড়বে'। তাহলে কি তার বাইরে গিয়ে আমি কথা বলতে পারব?''মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কী চাইছে, সেটাই আসল'। 'অধীর, প্রদীপ-সহ সিনিয়র নেতাদের মতামত নিয়েই চলব'। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর মন্তব্য শুভঙ্কর সরকারের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram