Mamata Banerjee: 'ওরা সীতা, কৌশল্যার নাম বলে না', নাম না করে কোচবিহার থেকে বিজেপিকে কটাক্ষ মমতার
Continues below advertisement
লোকসভা ভোটের আগে পাঁচ দিনে সাতটি জেলায় মুখ্যমন্ত্রী, কোচবিহার থেকে শুরু সফর। এদিন সভা থেকে তিনি বলেন, 'শুনতে পাচ্ছি, কোচবিহারের স্বনির্ভর গোষ্ঠীর অনেকেই গোপনে অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। মনে রাখবেন, রাজ্য সরকার সব ধরনের সাহায্য করে, তাই আমাদের সঙ্গে থাকুন। বিজেপি করলে চোরদের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছে। বিজেপি করলে সাদা, তৃণমূল করলে কাদা। ২০০টি রাজবংশী স্কুলকে সরকারি সাহায্যের আওতায় আনলাম। তিনি আরও বলেন, 'আলাদা করে পরিচয়পত্র দিচ্ছে বিএসএফ, ওই কার্ড নেবেন না, এনআরসি-র আওতায় পড়ে যাবেন। ভোটের রাজনীতির জন্য সিএএ করছে। কন্যাশ্রী আমার হৃদয়ে, দিল্লিতে ট্যাবলো পাঠিয়েছিলাম, ওরা নেয়নি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আজই ১০ হাজার চা শ্রমিককে পাট্টা দেব। ওরা সীতা, কৌশল্যার নাম বলে না', নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Continues below advertisement