Cooch Behar: দল বদলের জেরে রং বদলে গেল, কোচবিহারের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের
Continues below advertisement
ABP Ananda LIVE: দল বদলের জেরে রং বদলে গেল, কোচবিহারের অন্দরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের। বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল তৃণমূল। তার আগে দিনভর চলল অপহরণের নাটক। দলবদল নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
টানা বৃষ্টিতে জল থইথই জলপাইগুড়ি। এবার করলা নদীর জল ঢুকল শহরে। প্লাবিত জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। নিচ মাঠ ও পরেশ মিত্র কলোনি এলাকায় ঘরে ঘরে জল, জলবন্দি বহু মানুষ। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু-সমান জল। মাছ বাজার, পাইকারি বাজারে জল ঢোকায় সেতুর ওপরে বসে চলছে বেচাকেনা। একাধিক দোকান জলমগ্ন হয়ে পড়ায় মজুত জিনিস নষ্টের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কবে জল নামবে, তা নিয়ে চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা। অন্যদিকে, পাহাড়ে টানা বৃষ্টিতে কালিম্পঙের তিস্তাবাজার এলাকা জলমগ্ন। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল।
Continues below advertisement