Udyana Guha: 'ভোট না পেলে একটা পাথরও ফলা হবে না', ফের বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
ABP Ananda LIVE : 'ভোট না পেলে একটা পাথরও ফলা হবে না'। ভাইরাল ভিডিওয়ে বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। ফের বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
'আমি মৃত নই..', ভোটার তালিকা দেখে আঁতকে উঠলেন শিবপুরের বৃদ্ধা
রানাঘাটের পর হাওড়া, ফের জীবিতকে 'মৃত' বানানোর অভিযোগ। ২০২৫-এর ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে শিবপুরের বৃদ্ধা। ৬৮ বছর বয়সি বৃদ্ধার নাম নেই ২০২৫-এর ভোটার তালিকায়। ২০০২ সালে ভোট দিয়েছেন, দাবি বৃদ্ধা শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের। নতুন করে নাম তুলতে হবে, জানিয়েছেন হাওড়ার ২৯৯ নম্বর বুথের BLO. নাম তোলার জন্য ফর্ম দিয়েছেন, ডিসেম্বরে সংগ্রহ করা হবে, জানিয়েছেন BLO.ভোটার তালিকায় এবার জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণার অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। ..আপনি ২০০২ সালে কি ভোট দিয়েছিলেন ? এই যে শেষ যে নির্বাচন তালিকা রয়েছে, ( হাতে ভোটার তালিকায় নাম দেখিয়ে), এটা আপনিই তো ?