Corona: জুতো মেরে গরু দান, ডায়মন্ড হারবারে 'রেকর্ড' সংখ্যক নমুনা পরীক্ষা প্রসঙ্গে কটাক্ষ শমীকের | Bangla News

Continues below advertisement

করোনা মোকাবিলায় তৎপর ডায়মন্ড হারবার প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abishek Banerjee) ডায়মন্ড হারবার মডেল নিয়ে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। সেখানে আজ টার্গেট দেওয়া হয়েছিল, ৩০ হাজার জনের নমুনা পরীক্ষা করা হবে। দুপুর ২টো অবধি ৩৭ হাজার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা হয়ে গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, তার মধ্যে ৭৭৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গ্রামে গ্রামে একাধিক ক্যাম্প করে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পজিটিভ হলেই আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "জুতো মেরে গরু দান হচ্ছে। সংক্রমণ আগে বাড়িয়ে দিয়ে এখন হুইলস চলছে। স্বাভাবিকভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো আছে, তার পরিষেবা এখন কী অবস্থায় আছে? এক জায়গার আলো নিভিয়ে অন্য জায়গার আলো জ্বালানো হচ্ছে।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram