Covid Updates: শ্রাবণের শুরুতেই বক্রেশ্বর মন্দিরে মাস্কহীন ভক্তদের সমাগম, উধাও দূরত্ববিধিও
করোনায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে শ্রাবণ মাসের প্রথম সোমবার বীরভূমের বক্রেশ্বর মন্দিরে উধাও করোনা বিধি। ভক্ত থেকে পাণ্ডা একাংশেরই মুখে নেই মাস্ক। মানা হচ্ছে না দূরত্ববিধিও। দেখা মেলেনি অবশ্য পুলিশের।
অন্যদিকে, বাংলাদেশের নাগরিকের জটিল রোগের সফল অস্ত্রোপচার সোনারপুরের বেসরকারি লিভার হাসপাতাল IILDS-এ। যে পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়েছে, তা কলকাতায় প্রথম বলে দাবি চিকিত্সকদের। আজ রোগীকে পর্যবেক্ষণে রেখে আগামীকাল ছেড়ে দেওয়ার কথা। মাঝে মধ্যেই জ্ঞান হারাতেন রোগী। কখনও কখনও জ্ঞান ফিরত ৫ দিন পর! কেন এমন হচ্ছে? কী রোগ? বহু ডাক্তার, বদ্যি দেখিয়েও রোগ ধরা পড়ছিল না। অবশেষে সোনারপুরের বেসরকারি লিভার হাসপাতাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ জটিল রোগের সফল অস্ত্রোপচার হল রবিবার। বাংলাদেশের দর্শনার বাসিন্দা, ৪৭ বছরের আমিনুল ইসলামের গত ৬ মাস ধরে ভুগছিলেন। জ্ঞান হারালেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হত। তারপর আবার যে কে সেই। পরে রোগ ধরা পড়ে। জানা যায়, তিনি সিরোসিস অফ লিভারে ভুগছেন। কিন্তু জ্ঞান হারানোর কারণ তখন জানা যায়নি। রোগীকে কলকাতায় নিয়ে আসে পরিবার। ভর্তি করা হয় সোনারপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ। হাসপাতাল সূত্রে খবর, সেখানেই পরীক্ষায় ধরা পড়ে, শরীরের দূষিত রক্ত পরিশোধিত হওয়ার পর যায় হৃদযন্ত্রে। কিন্তু এই রোগীর ক্ষেত্রে তা হচ্ছিল না। দেখা যায়, লিভারকে বাইপাস করে ৩টি শিরার মাধ্যমে রক্ত যাচ্ছে হৃদযন্ত্রে। ফলে ব্যাহত হচ্ছে রক্ত পরিশোধনের কাজ। দূষিত রক্ত মস্তিষ্কে যাওয়ার কারণে আচমকা জ্ঞান হারাচ্ছিলেন রোগী।শনিবার রোগীকে ভর্তি করা হয় সোনারপুরের আইআইএলডিএস-এ। কলকাতায় এমন অস্ত্রোপচার এই প্রথম বলে দাবি চিকিত্সকদের।