Crime news: স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন! চোখের সামনে মর্মান্তিক ঘটনায় বিধ্বস্ত ঠাকুমা। ABP Ananda Live
Continues below advertisement
সল্টলেকে স্রেফ সন্দেহের বশে পিটিয়ে খুন। বেধড়ক মারধরের পর প্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখা হয় রাস্তায়। 'স্টোনচিপের ওপর ফেলে পেয়ারা গাছের ডাল দিয়ে মারা হয়েছে', চোখের সামনে নাতির মৃত্যু দেখেছেন বলে দাবি মৃত প্রসেন মণ্ডলের ঠাকুমা ভাগ্যপতি মণ্ডলের। আটকাতে যাওয়ায় ঠাকুমাকেও মারধরের হুমকি। 'নাতি চুরি করলে পুলিশের হাতে তুলে দিতে বললেও কথা শোনেনি অভিযুক্তরা', এমনই অভিযোগ ঠাকুমার। প্রসেন মণ্ডলকে মোবাইল চোর সন্দেহে রাতভর মারধর। করা হয় বলে অভিযোগ ঠাকুমার।
বছর ২৬-এর প্রসেনকে মোবাইল চোর সন্দেহে রাতভর মারধর করা হয় বলে ঠাকুমার অভিযোগ। খবর পেয়ে ভোরে মামা গিয়েছিলেন ভাগ্নেকে বাঁচাতে। পরে হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Continues below advertisement