Cyclone Ashani: বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'অশনি'! | Bangla News

Continues below advertisement

ক্রমেই বেড়ে চলেছে 'অশনি' আশঙ্কা। বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় 'অশনি'। পুরী থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিকে ৯৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণি ঝড়ের অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে। তাই অশনি-র স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা কম। আগামী ১২ ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

পিছোচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর। ১০ থেকে ১২ মে ছিল প্রথম দফার সফর। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। দুটি করে প্রশাসনিক বৈঠক ও দুটি করে রাজনৈতিক কর্মসূচি ছিল। সফর বদল করে ১৭,১৮,১৯ এই তিন জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


পূর্ব মেদিনীপুরের দিঘা-সহ সমুদ্র উপকূলে তত্পরতা। ইয়াসের শিক্ষা নিয়ে প্রস্তুত রাখা হয়েছে ফ্লাড সেন্টারগুলিকে। প্রশাসনের তরফে শুকনো খাবার মজুতের পাশাপাশি, বেশ কয়েকটি স্কুলেও আপত্কালীন ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকা থেকে কাউকে সরানো হয়নি। প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram