Cyclone Dana: পর্যটকশূন্য হতে চলেছে দিঘা, কাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঘনাচ্ছে দুর্যোগের আশঙ্কা, পর্যটকশূন্য হতে চলেছে দিঘা । কাল বেলা ১২টার মধ্যে দিঘার সব হোটেল খালির নির্দেশ । ২৫ অক্টোবর পর্যন্ত সমস্ত হোটেল বুকিং বাতিলের নির্দেশ
আরও খবর..
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এবার বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলের বিরুদ্ধেই সরব হল তৃণমূলের একাংশ। মঙ্গলডিহি গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। আবাস-সমীক্ষার কাজ অসমাপ্ত রেখেই ফিরতে হল তাঁদের। বিক্ষোভকারীদের অভিযোগ, সমীক্ষার নামে আবাস-তালিকা থেকে যোগ্য-প্রাপকদের বদলে নাম ঢোকানো হচ্ছে এলাকার বিত্তবানদের। তৃণমূল পরিচালিত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ তুলে অসন্তোষ উগরে দিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। যদিও আবাস তালিকায় গরমিলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবি। সরকারি গাইডলাইন মেনেই চূড়ান্ত সমীক্ষা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
টালা ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। ট্যাক্সির ধাক্কায় মৃত্যু বাবা-মেয়ের। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ট্যাক্সির ধাক্কা। ঘাতক ট্যাক্সিটিকে আটক করা হয়েছে, গ্রেফতার চালক।