Darjeeling : স্কুলে হাম ও রুবেলার ভ্যাকসিন নেওয়ার জের ? ছাত্রী-মৃত্যুতে উঠছে প্রশ্ন
Continues below advertisement
দার্জিলিঙের খড়িবাড়িতে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ ছাত্রী। সোমবার শিলিগুড়ি হাসপাতালে ভর্তির ৬ ঘণ্টা পর মৃত্যু হয় তাঁর। পরিবারের দাবি, স্কুলে হাম ও রুবেলার ভ্যাকসিন নিয়েছিল ছাত্রী। প্রধান শিক্ষক জানিয়েছেন, রাস্তায় ছাত্রী অসুস্থ হওয়ার বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে পাঠানো হয়। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে সেখান থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে, এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, ছাত্রীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্বাস্থ্য ভবন থেকে একটি টিম পাঠানো হয়েছে।
Continues below advertisement