Mamata Banerjee: 'পা ভেঙে গেল, হাড় বেরিয়ে গেছে', মুখ্যমন্ত্রীর আসার আগে কীভাবে দুর্ঘটনা ধনধান্য অডিটোরিয়ামে ?

Continues below advertisement

মুখ্যমন্ত্রীর আসার আগে ধনধান্য অডিটোরিয়ামে ভাঙল তোরণ । ধনধান্য অডিটোরিয়ামে ১ নম্বর গেটের কাছে তোরণ ভেঙে আহত ২। উত্তম কুমার স্মরণে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আসার আগে দুর্ঘটনা । এসএসকেএমের ট্রমা সেন্টারে ভর্তি করা হল গুরুতর আহত ২ জনকে । মুখ্যমন্ত্রীর আসার কিছুক্ষণ আগে দুর্ঘটনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন । ভেঙে পড়া তোরণের নীচ দিয়েই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। দুর্ঘটনার প্রায় আধ ঘণ্টা পরে ওই পথেই ঢোকে মুখ্যমন্ত্রীর কনভয়। প্রত্যক্ষদর্শী বলেন, 'রাস্তার ওপর লোহার যে প্রচার ছবি টাঙানো ছিল হঠাৎ দেখি সেটি হাওয়ায় পড়ে যাচ্ছে। তখম আমি চেঁচামিচি করি। ছুটে সবাই পালাতে পারেননি। তার মধ্যে বিশ্বনাথ সরকার , আর একজন ছিলেন। সঙ্গে সঙ্গে তাঁর মাথা ফেটে গেল।'

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram