West Bengal: 'যে ধরনের সমর্থন প্রত্যাশা করেছিলাম, তা পাইনি', বিস্ফোরক পদত্যাগী এজি | ABP Ananda LIVE

Continues below advertisement

'অ্যাডভোকেট জেনারেল হিসেবে হয়তো আমাকে আর দরকার নেই রাজ্য সরকারের' । 'সেজন্য অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দিয়েছি' । 'রাজ্যপাল আমার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি, তাই তাঁকে ইস্তফাপত্র দিয়েছি' । 'অ্যাডভোকেট জেনারেলের পদে থেকে যে কাজ করেছি, তা সরকারের ভালোর জন্যই' । 'কিন্তু, দুর্নীতির অভিযোগ উঠলে, তার তদন্ত সবসময় দরকার, রাজ্য সরকার কোনওভাবেই সেটা আটকাতে পারে না'
'কেউ যদি কাজ করতে না পারে, তাহলেই ইস্তফা দেন' । 'অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্য সরকারের তরফে কেউ যোগাযোগ করেনি' । 'রাজ্যপাল বলেছিলেন, কেউ অনুরোধ করলে পুনর্বিবেচনা করবেন? আমি বলেছিলাম না' । 'অভিমানের কোনও ব্যাপার নেই, যে ধরনের সমর্থন প্রত্যাশা করেছিলাম, তা পাইনি' । '১০০ শতাংশ সহযোগিতা না পেলে পদে থেকে কোনও লাভ নেই'
'আমার মনে হয়, নিজের মান-সম্মান বজায় রেখেই সবাইকে কাজ করা উচিত' । এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক পদত্যাগী এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram