District News: গাড়িতে কেন্দ্রীয় সরকারের ভুয়ো বোর্ড, উত্তর দিনাজপুরে গ্রেফতার শিক্ষক

Continues below advertisement

গাড়িতে কেন্দ্রীয় সরকারের প্ল্যানিং কমিশনের ভুয়ো বোর্ড লাগানোর অভিযোগ, গ্রেফতার উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান। ধৃত ওই ব্যক্তির নাম বেঞ্জামিন হেমব্রম। তিনি হেমতাবাদ হাইস্কুলের ইংরেজির শিক্ষক। ২০১৫ সালের উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হন তিনি। ২০১৬ সালে দুর্নীতির অভিযোগে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রবিবার বেঞ্জামিন হেমব্রমকে আটক করে পুলিশ। তদন্তকারীদের দাবি, গাড়িতে ভারত সরকারের নকল বোর্ড লাগিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেন তিনি। এমনকি, চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। নকল বোর্ড নিয়ে প্রশ্ন করা হলে সদুত্তর দেননি তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram