Sovabazar Rajbari Puja: ২৬৭ বছরের ঐতিহ্য, সাবেকিয়ানা ও বনেদিয়ানার মেলবন্ধন শোভাবাজার রাজবাড়ির পুজোয়

Continues below advertisement

শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো হচ্ছে ২৬৭ বছর ধরে। সাবেকিয়ানা আর বনেদিয়ানার মেলবন্ধন এই পুজো। অষ্টমীতে তুমুল ব্যস্ততা। প্রথমে মহাস্নান, তারপর মায়ের আরতি, হোম। শোভাবাজার রাজবাড়ির পুজোর বিশেষ বৈশিষ্ট্য হল নবঘট, নব পতাকা অর্থাৎ অষ্ট যোগিনীর পুজো। ৬৪টি থালায় নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয়। ঘরের মেয়ে রূপে পূজিতা উমাকে দেওয়া হয় মিষ্টি ভোগ। বরাবরের মতো এবারও মেদিনীপুর থেকে এসেছেন মিষ্টির কারিগরেরা। অষ্টমীর পুজোয় পুষ্পাঞ্জলি থেকে দেবীকে ভোগ নিবেদন করার পর, সন্ধিপুজোর প্রস্তুতিতে কোমর বেঁধে লেগে পড়েন শোভাবাজার রাজবাড়ির সদস্যরা। #DurgaPuja2023 #SovabazarRajbari #ABPAnanda 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram