Durga Puja 2024: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুন, বিচারের দাবিতে গর্জন পুজোর থিমেও। ABP Ananda Live

Continues below advertisement

আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে মুখর রাজপথ। বিচারের দাবিতে এই গর্জন যেন শোনা যাচ্ছে বহু পুজো মণ্ডপের থিমেও। কাঁকুড়গাছি যুবকবৃন্দ থেকে কাঁকুড়গাছিরই শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের পুজোর থিমে ফুটে উঠেছে প্রতিবাদ। 

৯৫ বছরে কাঁকুড়গাছি যুবকবৃন্দের এবারের থিম - রূপকার। মণ্ডপে ঢুকলেই মনে হবে এ যেন ঠিক একটা দর্জিপাড়া। স্কুলের ড্রেস তৈরি করে মেয়েকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন মা-বাবা। সবটুকু উজাড় করে দিয়েছিলেন। সেই সব কিছুকে অসীম শূন্যতায় ঠেলে দিয়ে মেয়ে চলে গেছে ৯ অগাস্ট। তাঁর স্মৃতিতেই কাঁকুড়গাছির যুবকবৃন্দের মণ্ডপের সামনে রাখা হয়েছে এই ঘর। যেখানে রয়েছে আর জি কর মেডিক্য়ালের নিহত তরুণীর কাল্পনিক ছবি।

কাঁকুড়গাছিরই শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের পুজোর থিম এবার আর জি কর। এবার ৫ বছরে পদার্পন করল তাঁদের পুজো। মায়ের সামনে পড়ে রয়েছে এক নির্যাতিতার অবয়ব। যা দেখে লজ্জায় মুখ ঢেকেছেন মা দুর্গা। নত মস্তকে বসে রয়েছে সিংহও। পাশে রাখা অর্থভাণ্ডার। যাতে সাঁটানো রয়েছে একটি ৫০০ টাকার নোট। মণ্ডপ জুড়ে রয়েছে প্রতিবাদের কালো রঙ। উদ্যোক্তারা বলছেন, রক্ত, সন্ত্রাস বোঝাতেই ব্যবহার করা হয়েছে অসংখ্য লাল আলো।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram