Durga Puja 2024: রীতি মেনে দেবী আরাধনা, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বিশেষ আয়োজন ঘোষাল পরিবারের

Continues below advertisement

প্রতিবছরের মতো এবছরও দেবী আরাধনায় মেতে উঠতে চলেছে হুগলির কোন্নগরে ঘোষাল পরিবার। তবে এবারে তাদের পুজোয় রয়েছে প্রতিবাদ। আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে বিশেষ আয়োজন করছে এই বনেদি বাড়ি।

লাল রঙের দালান, সেখান থেকে খানিকটা উঠে এলেই দেখা যাবে এক চালায় তৈরি হচ্ছেন মা। বছরের বছর কেটে গেলেও বদলায়নি হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির পুজোর এই ছবিটা।তবে এ বছর ব্য়তিক্রম। পুজো হচ্ছে, মাও সেজে উঠছেন তবে মায়ের আগমনে রয়েছে প্রতিবাদের সুর, বিচারের দাবি। আর জি কর-কাণ্ডের আবহে মায়ের বোধনে তাঁরা চান বিচার পাক মেয়ে।

প্রত্য়েক বছরই ঘোষাল বাড়ির পুজোয় আসর বসে নাটক, যাত্রাপালার। তবে এ বছর থাকছে বিশেষ আয়োজন। আর এই আয়োজনের মধ্য়েই দিয়েই আর জি করের ঘটনার প্রতিবাদ জানাবেন তাঁরা। ঘোষাল বাড়ির সদস্য়রা জানাচ্ছেন, এই বছর তাঁরা মঞ্চস্থ করবেন এক বিশেষ নাটক। যার নাম অপরাজিতা। নির্যাতিতার বিচারের দাবিতে এই নাটকে অভিনয় করবেন পরিবারের সদস্য়রা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram