DVC Water Release: ডিভিসি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসুর
ABP Ananda LIVE: ডিভিসি থেকে পদত্যাগ রাজ্যের প্রতিনিধি বিদ্যুৎ সচিব শান্তনু বসুর। অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার প্রতিবাদে পদত্যাগ রাজ্যের প্রতিনিধির। 'বেনজির ভাবে জল ছাড়ার কারণে প্লাবিত রাজ্যের বিস্তীর্ণ এলাকা', প্রতিবাদ জানিয়ে ডিভিসি-র চেয়ারম্যানকে পদত্যাগপত্র রাজ্যের প্রতিনিধির। মুখ্যমন্ত্রী ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারির পরই পদত্যাগ রাজ্যের প্রতিনিধির।
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার হলেও, এখনও নিখোঁজ ৯ জন মৎস্যজীবী। গত বুধবার নামখানা থেকে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারে চড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান। শুক্রবার গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে ট্রলার উল্টে যায়।৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, খোঁজ মেলেনি ৯ জন মৎস্যজীবীর। গতকাল দুুপুর থেকে শুরু হয় উদ্ধারকাজ। ট্রলার টেনে আনার চেষ্টা হলেও, সমুদ্র উত্তাল থাকায় বারবার বাধার মুখে পড়তে হয়। আজই নামখানার কোনও জায়গায় ট্রলারটিকে নিয়ে আসা হবে। নিখোঁজ মৎস্যজীবীরা ট্রলারের কেবিনে আটকে রয়েছেন বলে অনুমান। প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় রয়েছে ৯টি পরিবার।