Dyslexia: রোটারি সদনে আয়োজিত আলোচনাসভায় উঠে এল ডিসলেক্সিয়া আক্রান্তদের সমস্যার কথা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: একটু ভালবাসা, একটু ধৈর্য। এটুকু নিয়ে পাশে থাকলে, ডিসলেক্সিয়া আক্রান্তরাও অনায়াসে পেরোতে পারে সব প্রতিবন্ধকতা। রোটারি সদনে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান আলোচ্য় হিসেবে উঠে এল তা-ই। এই আলোচনাসভায় উপস্থিত ছিল বহু স্কুলের পড়ুয়া।

আরও খবর..

সন্দেশখালি ইস্য়ু নিয়ে তৃণমূল এবং রাজ্য় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। তারা শোরগোল ফেলে দিয়েছিল দিল্লিতেও। খোদ প্রধানমন্ত্রী রাজ্যে এসে অভিযোগকারিণীদের সঙ্গে দেখা করে, কথা পর্যন্ত বলেছিলেন। বিজেপির ছোট-বড়-মেজ, সব নেতার মুখেই তখন ঘুরত সন্দেশখালি ইস্য়ু। সন্দেশখালির স্থানীয় একজন মহিলাকে লোকসভা ভোটে প্রার্থী পর্যন্ত করেছিল গেরুয়া শিবির। কিন্তু আর জি কর ইস্য়ুতে, বিজেপির এই অবস্থানের কার্যত উল্টো ছবি দেখা যাচ্ছে। রাজ্য়ে এসেও, আর জি কর ইস্য়ুতে সেভাবে সরব হলেন না অমিত শাহ, চাওয়া সত্ত্বেও সময় দিলেন না অসহায় পরিবারটাকে।

আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘিতে বিক্ষোভ। নামের তালিকায় গরমিল ও স্বজনপোষণের অভিযোগে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ একাধিক গ্রামের বাসিন্দাদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram