East Burdwan : স্কুলে মাত্র ২ জন শিক্ষিকা, ভাড়া করা শিক্ষক নিয়ে চলছে পড়াশোনা এই স্কুলে
Continues below advertisement
স্কুলে মাত্র ২ জন শিক্ষিকা। তাই ভাড়া করা শিক্ষক নিয়ে চলছে পড়াশোনা। যেখানে শিক্ষক নিয়োগের দাবিতে দিনের পর দিন আন্দোলন চলছে, সেখানে শিক্ষকের অভাবে পঠন-পাঠন শিকেয় উঠেছে পূর্ব বর্ধমানের ( East Burdwan ) কেতুগ্রামের ( Ketugram ) কনকলতা জুনিয়র গার্লস স্কুলে। অভিযোগ, ঝাড়ুদার না থাকায়, পড়ুয়ারাই স্কুল ঝাঁট দেয়। ঘণ্টা বাজান শিক্ষিকারা। মিড ডে মিল দেওয়ার পরেই স্কুল ছুটি হয়ে যায়। শিক্ষকের অভাবে স্কুলে অঙ্ক ক্লাসই হয় না। পরিস্থিতি সামাল দিতে অভিভাবকরা ও স্কুল কর্তৃপক্ষ ভাড়ায় ২ জন শিক্ষককে নিয়োগ করেছেন। যদিও মহকুমা শিক্ষা আধিকারিকের দাবি, ভাড়া করে শিক্ষক নিয়োগ করা যায় না, ঘটনার তদন্ত হবে। বিষয়টি শিক্ষা দফতরে জানানো হবে বলে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক।
Continues below advertisement