Municipality Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতি মামলা কামারহাটি পুরসভার চেয়ারম্যানের বাড়িতে ইডির হানা
CPM-এর CGO কমপ্লেক্স অভিযানের দিনই তৎপর ED। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম তাদের স্ক্যানারে রাজ্যের কোনও মন্ত্রী। সকাল ৬টা থেকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ৫টি গাড়িতে চড়ে মন্ত্রীর বাড়িতে পৌঁছন ED-র অফিসাররা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এদিন রাজ্যজুড়ে ১২টি জায়গায় একাধিক পুরসভার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ED। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পাশাপাশি, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, বরানগরের ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চৌধুরী, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত ও প্রাক্তন চেয়ারম্য়ান পাচু রায় ও টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও তল্লাশি চলছে। ED-র দাবি, ২০১৪-২০১৮ পর্যন্ত বিভিন্ন পুরসভায় নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই করে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। তার ভিত্তিতেই এই অভিযান। বেআইনি নিয়োগের টাকা কাদের কাছে পৌঁছেছে, কীভাবে পৌঁছেছে, সেই মানি ট্রেল খুঁজে বের করাই ED-র উদ্দেশ্য।