Ek Dojon Golpo: ফিরহাদের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের।Bangla News
Kunal Ghosh:আমি মন্ত্রী নই, আমাকে মনে করাতে হবে না। মন্ত্রী নই বলেই বলেছিলাম সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জবাব দিতে পারবেন। মমতা ও ঈশ্বর জানেন যে আমি কখনও মন্ত্রী হতে চাইনি। আমি কোনও ভুল করলে ভাড়াটে সেনাকে সাফাই দিতে নামতে হয়, তার থেকে থুতু ফেলে ডুবে মরা ভাল। ফিরহাদের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
Hanshkhali:নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। পরের দিন মৃত্যু হয় নাবালিকার। থানায় না জানাতে নাবালিকার পরিবারকে চাপ দেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযোগ, সোমবার নিজের জন্মদিনের অনুষ্ঠানে বছর ১৪-র নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণ করে ওই যুবক। এরপর অপরিচিত মহিলাকে দিয়ে ওই কিশোরীকে বাড়ি পাঠানো হয়। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। পরদিন ভোরে মৃত্যু হয় ওই নাবালিকার।