Ekhon Kolkata (Seg-1):এখনই পাওয়া যাবে না স্বস্তি, ২-৩ দিন একই ধরনের গরম থাকবে দক্ষিণবঙ্গে। Bangla News

Continues below advertisement

আরও ২ থেকে ৩দিন একই ধরনের গরম থাকবে দক্ষিণবঙ্গে। দু’এক জায়গায় নামমাত্র বৃষ্টি হলেও বদল হবে না তাপমাত্রার। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দারুণ দহনের মধ্যেই বাঁকুড়ায় নামমাত্র বৃষ্টি। তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যেই বাঁকুড়ায় মাত্র ৮ মিনিটের বৃষ্টি। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজও তাপপ্রবাহের পরিস্থিতি।

 

স্কুলে গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য সরকার। আর তার জেরেও শুরু রাজনৈতিক তরজা। ছুটি নিয়েও সংঘাতে বিজেপি। 'দক্ষিণবঙ্গে গরম পড়লে উত্তরবঙ্গে বন্ধ হয় স্কুল। এই ধরনের সিদ্ধান্তর জন্যই উত্তরবঙ্গে জন্ম নেয় আলাদা রাজ্যের দাবি।' ট্যুইট শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের। 'উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতো নয়। সেক্ষেত্রে ২ মে থেকে গরমের ছুটির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।' শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Education Minister Bratya Bose) চিঠি দিয়ে এমনটাই আর্জি  শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের।

 

“প্রথম চার্জশিটে অনেকের নাম দিয়ে, দ্বিতীয় চার্জশিটে বাদ? এতো ঠাকুরঘরে কে? আমি কলা খাইনির মতো ঘটনা! তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় বিষ্ময় প্রকাশ হাইকোর্টের। নিরপেক্ষ তদন্ত করছে না রাজ্য পুলিশ, অভিযোগ মামলাকারীর। “যদি কেউ অন্যায় না করলে, সিবিআই তদন্তে আপত্তি কেন? তদন্ত স্বচ্ছ নয় বলছেন নিম্ন আদালতের বিচারকও” তদন্ত সঠিক পথে এগোচ্ছে, পাল্টা দাবি রাজ্য সরকারের আইনজীবীর। ২০১১-র ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। জলাজমি ভরাটের প্রতিবাদ করায় খুন করার অভিযোগ পরিবারের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram