Hooghly News: হুগলির গোঘাটে কৃষকদের থেকে জোর করে ধান আদায়ের অভিযোগে চাষিদের বিক্ষোভ
Continues below advertisement
ABP Ananda LIVE: হুগলির গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে কুইন্টাল প্রতি ধানে ৫ কেজি করে বাদ দেওয়ার অভিযোগ উঠল চালকল মালিকদের একাংশের বিরুদ্ধে। স্থানীয় ভিকদাস এলাকার কৃষকদের একাংশের দাবি, ধুলো-মাটির কারণ দেখিয়ে ধানের কোনও বাদ দেওয়ার সরকারি নিয়ম নেই। কিন্তু, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ধান কেনার সময় ময়লার অজুহাতে কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান চাইছেন চালকল মালিকদের একাংশ। তাঁদের দাবি, গত ৩ দিন ধরে কুইন্টাল প্রতি ৩ কেজি অতিরিক্ত ধান দিচ্ছেন তাঁরা। কিন্তু, বুধবার কুইন্টাল পিছু ৫ কেজি বাদ দিয়ে সেই পরিমাণ অতিরিক্ত ধান চাওয়া হয়। প্রতিবাদে গোঘাটের কামারপুকুর রাজ্য় সড়ক অবরোধ করেন কৃষকদের একাংশ।
Continues below advertisement