Fatafat: স্কুলে ২১ হাজার শূন্যপদে নতুন করে নিয়োগের তোড়জোড় শুরু করল শিক্ষা দফতর
স্কুলে ২১ হাজার শূন্যপদে নতুন করে নিয়োগের তোড়জোড় শুরু করল শিক্ষা দফতর। পুজোর মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা শিক্ষামন্ত্রীর। আগামী ৮ অগাস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক আন্দোলনকারীদের।
রাজ্য মন্ত্রিসভার রদবদল হচ্ছে বুধবার। দায়িত্বে আসছেন ৫-৬ জন নতুন মুখ। বাদ যাবেন ৪-৫ জন। ঘোষণা মুখ্যমন্ত্রীর।
মমতা মন্ত্রিসভার নতুন মুখ কারা হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাব্য মন্ত্রী হিসেবে বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, তাপস রায়, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তীদের নাম নিয়ে চর্চা। বাদ পড়তে পারেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।
একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতির বদল। বদল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও। বারাসাত সাংগঠনিক জেলার সভানেত্রী হলেন কাকলি ঘোষ দস্তিদার। বনগাঁয় বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সরানো হল পার্থ ভৌমিককে। কোচবিহারে পার্থপ্রতিম রায়ের পরিবর্তে নতুন সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক।