Morning Headlines: জয়নগরকাণ্ডে চারদিন পার, এখনও গ্রামে আতঙ্ক, পিটিয়ে খুন, অগ্নিসংযোগকাণ্ডে এখনও গ্রেফতার শূন্য

Continues below advertisement

জয়নগরকাণ্ডে চারদিন পার। এখনও গ্রামে আতঙ্ক। পিটিয়ে খুন, অগ্নিসংযোগকাণ্ডে এখনও গ্রেফতার শূন্য। তোলপাড়ের মধ্যেই জয়নগর থানার আইসি বদল। ধৃত ২ জনের ১১ দিনের পুলিশ হেফাজত।

আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুন, তার আগে হুমকি দেওয়ার অভিযোগ। নেপথ্যে সিন্ডিকেট বিবাদ, পিছনে তৃণমূল, অভিযোগ মৃতের বাবার। বোমার বাড়বাড়ন্ত পুলিশের অজ্ঞতায়, বিস্ফোরক অর্জুন।

অন্যদিন সঙ্গে লোক থাকলেও খুনের দিন একা ছিলেন তৃণমূল নেতা, খোঁজখবর করে খুন, অভিযোগ প্রত্যক্ষদর্শীর। ধৃত আনোয়ারের ৭ দিনের পুলিশ হেফাজত। খুনের আগে হয়েছিল রেকি, ধারণা পুলিশের।

দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনে সাড়া না দিলেও, আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে দেহ এসএসকেএমে নিতে বলল হাইকোর্ট। থানার ফুটেজ সংরক্ষণের কথাও জানিয়েছে আদালত। মামলায় যুক্ত হতে পারবে মৃতের পরিবার।

অভিষেক-রাহুল গাঁধীর সাক্ষাৎ প্রসঙ্গ তুলে এবার কংগ্রেসকে কটাক্ষ সেলিমের। মনে করালেন ২০১১-য় তৃণমূলকে কংগ্রেসের সমর্থনের কথা। নিজেরা জ্ঞান অর্জন করুন, পাল্টা অধীর।

বিশ্বকাপ ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের জার্সি কেন গেরুয়া? রাজনীতি চলছে, অভিযোগ মমতার। এরপর তো বলবেন, জাতীয় পতাকায় গেরুয়া রঙ কেন উপরে? পাল্টা রাহুল সিন্হা।

১০০ দিনের শ্রমিকদের পেটের ভাত মেরে, টাকা না দিয়ে বিজ্ঞাপনে সব খরচ করছে বিজেপি, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, ৩৪ বছর সিপিএমের সঙ্গে লড়েছি, এখন ল়ড়তে হচ্ছে বিজেপির সঙ্গে।




Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram