Ghanta Khanek Sange Suman (১২.৯.২০২৪) পর্ব ১ : লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার নবান্ন, ভেস্তে গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক | ABP Ananda LIVE

Continues below advertisement

Ghanta Khanek Sange Suman: লাইভ স্ট্রিমিংয়ে রাজি নয় নবান্ন, ভেস্তে গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের বৈঠক। নবান্নের দরজা থেকে ফিরে আসতে হল আন্দোলনকারীদের। "আন্দোলনের রাস্তা থেকে সরছি না," সাফ জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। কর্মবিরতিতে কারা? মেডিক্যাল কলেজগুলোর কাছে জুনিয়র ডাক্তারদের নাম চাইল স্বাস্থ্যভবন। ‘একজন জুনিয়র সাসপেন্ড হলেও কাজ বন্ধ করে দেব’, হুঁশিয়ারি সিনিয়র ডাক্তারদের। আর জি করকাণ্ডে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ CBI-এর। তৎপর ED-ও, সন্দীপের বাড়ি-সহ ৩ জায়গায় তল্লাশি অভিযান।

আরও খবর..

আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালাল ED. সন্দীপ ঘোষের মা ও বাবাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়ি ও মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী সংস্থার অফিসেও হানা দিল কেন্দ্রীয় এজেন্সি।

লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল দীর্ঘ প্রতিক্ষীত বৈঠক। অবস্থানে অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বোঝানো সত্ত্বেও নবান্ন সভাঘরের বাইরেই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram