RG Kar Protest: লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার, ভেস্তে গেল নবান্নের বৈঠক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পরশু দুপুর থেকে স্বাস্থ্য়ভবনের সামনে অবস্থান চলছে। তারমধ্য়েই মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে, বৈঠকে যোগ দিতে, নবান্নে গেলেন জুনিয়র ডাক্তারদের তিরিশজন প্রতিনিধি। কিন্তু শেষমেষ, সরকার লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হওয়ায়, বহুপ্রতীক্ষিত এই বৈঠক হলই না।
আরও খবর..
লাইভ স্ট্রিমিং-য়ের দাবি ঘিরে টানাপোড়েনের জেরে ভেস্তে গেল দীর্ঘ প্রতিক্ষীত বৈঠক। অবস্থানে অনড় রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বোঝানো সত্ত্বেও নবান্ন সভাঘরের বাইরেই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারীরা। ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে গেলেন মুখ্যমন্ত্রী।
২ বছরের মাথায়, কলকাতা হাইকোর্টে জামিন পেলেন মানিক ভট্টাচার্য। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-এর অক্টোবরে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি ও তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে জেলে গিয়েছিলেন মানিক। আগেই জামিন পান তাঁর স্ত্রী-পুত্র। জামিন দিলেও এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে তৃণমূল বিধায়ককে।