Ghantakhanek Sange Suman পর্ব ২ (২৫.০৯.২৪): 'আমি নিজেই থ্রেট কালচারের শিকার', বিস্ফোরক বিতর্কিত ডাক্তার এসপি দাস

Continues below advertisement

খাস টালা থানায় বসেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাট করতে ভুয়ো নথি তৈরির ছক? টালা থানার ওসি ও সন্দীপ ঘোষকে জেরা করে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি CBI-এর। রহস্য লুকিয়ে থানার CCTV ফুটেজেই? ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় CBI, থ্রেট কালচারের তদন্তে আর জি করের কমিটি, অভিযুক্তদের দেখেই উঠল স্লোগানের ঝড়। বছরের পর বছর ধরে সরকারি হাসপাতালে দেওয়া হচ্ছিল নিম্নমানের ওষুধ? কী অভিযোগ চিকিৎসকদের একাংশের? 'মৃতদেহ উদ্ধারের দিন ৩-৪ বার কথা হয়েছিল অভীক দে-র সঙ্গে, আমি নিজেই থ্রেট কালচারের শিকার', এবিপি আনন্দে বিস্ফোরক সাক্ষাৎকার বিতর্কিত ডাক্তার শ্যামাপ্রসাদ দাসের।

ডক্টর শ্য়ামাপ্রসাদ দাস। আর জি করকাণ্ডে বারবার যার নাম টেনে আক্রমণ করেছে বিরোধীরা। যাকে বলা হয়, নর্থবেঙ্গল লবির মূল মাথা, রাজ্য়ের স্বাস্থ্য় ব্য়বস্থার অলিখিত নিয়ন্ত্রক। সেই শ্য়ামাপ্রসাদ দাস এবিপি আনন্দের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে, বললেন, আর জি করে ডাক্তারের দেহ উদ্ধারের দিন, অভীক দে-র সঙ্গে তাঁর তিন-চারবার ফোনে কথা হয়েছিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram