Governor on Letter: 'মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে আমি নতুন করে টেনশন দিতে চাই না', মন্তব্য রাজ্যপালের

Continues below advertisement

ব্রাত্যর ভ্যাম্পায়ারের পাল্টা এবার রাজ্যপালের জুনিয়র অ্যাপয়েন্টি আক্রমণ। 'আমার জুনিয়র অ্যাপয়েন্টির বক্তব্যের কোনও উত্তর দেব না। যদি কিছু কথা বলার বা জানানোর প্রয়োজন হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে বলব, কোনও জুনিয়র অ্যাপয়েন্টিকে নয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে মন্তব্য রাজ্যপালের।
'যাঁকে চিঠি পাঠিয়েছি, তিনি প্রতিক্রিয়া দেবেন', চিঠি প্রসঙ্গে মন্তব্য রাজ্যপাল
'রাজ্যকে যা পাঠানো হয়েছে সেটা নিয়ে এখন আলোচনার সময় নয়'
'মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন, তাঁকে আমি নতুন করে টেনশন দিতে চাই না'
'বিদেশ যাত্রার সময় যাতে কোনও বোঝা বয়ে নিয়ে যেতে না হয়, তিনি ফিরে আসুন তারপর এই নিয়ে আলোচনা হবে', চিঠি প্রসঙ্গে বললেন রাজ্যপাল
'কিছু আইপিএস-আইএএস পক্ষপাতদুষ্ট, কিন্তু সকলে নয়', বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
'রাজভবনে ৮টি ফাইল এসেছে, তার মধ্যে ৭টি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের কাছে পাঠিয়েছি'
'৭টি ফাইলের ব্যাখ্যা চেয়ে সংশ্লিষ্ট দফতরের কাছে'
'৭টি ফাইল সরকারি দফতরে আটকে, রাজভবনে আটকে নেই, আর একটা ফাইল বিচারাধীন', বললেন রাজ্যপাল

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram