Group D Rally: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল। ABP Ananda Live

Continues below advertisement

DA Rally: ক্যামাক স্ট্রিটে (Camac Street) অভিষেকের (Abhishek Banerjee) অফিসের সামনে দিয়ে যাবে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল। হাইকোর্টে (Highcourt) খারিজ হয়ে গেল রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের আবেদন২০ সেপ্টেম্বরের রায়ই বহাল রাখল হাইকোর্ট। থিয়েটার রোড-ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে মিছিল। নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্র সদন মোড় (Rabindra Sadan) , এস পি মুখার্জি রোড (SP Mukherjee Road) হয়ে যাবে মিছিল। হাজরা মোড়ে এসে মিছিল শেষ করবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই, মন্তব্য। বিচারপতি জয় সেনগুপ্তর। 'এটা কোনও বিক্ষোভ সমাবেশ নয়'। 'কেউ রাস্তায় বসছেন না, মিছিল করে চলে যাবে'। এতে আপত্তি কোথায়? প্রশ্ন বিচারপতি সেনগুপ্তর ট্রাফিক জ্যামের পাল্টা যুক্তি দেন রাজ্যের আইনজীবী। 'রাজ্য এনিয়ে বেশি বিতর্ক করলে সমস্যা বাড়বে'। 'মামলাকারীরা ২১ জুলাইয়ের কথা বলবে'। 'এর থেকে অনেক বেশি মানুষের ভোগান্তির অভিযোগ তুলবে'। 'এখানে তো মাত্র কয়েকশো মানুষ'। রাজ্যের যুক্তি খারিজ করে পাল্টা মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর (Joy Sengupta)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram