Guwahati-Bikaner Express Accident: 'প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে', জানালেন গৌতম দেব | Bangla News

Continues below advertisement

উত্তরবঙ্গে (North Bengal) ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে গেল পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। মর্মান্তিক এই দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা গৌতম দেব (Goutam Deb) বলেন, "যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। রাজ্য প্রশাসনের আধিকারিকরা এসেছেন। বাইরে থেকেও সাহায্য নেওয়া হয়েছে। গ্যাস কাটার দিয়ে বগি কেটে আহতদের বের করা হচ্ছে। উদ্ধার হওয়া আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধারকাজ শেষ হতে অনেকটাই সময় লাগবে। কেউ বলছে খুব জোরে ব্রেক করা হয়েছে বলে এই ঘটনা, কেউ বলছেন লাইনচ্যুত, উদ্ধারকাজ হচ্ছে। আমাদের মন্ত্রী, বিধায়করা এসেছেন।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram