Hanskhali: পুলিশে না যেতে পরিবারকে ভয় দেখান অভিযুক্তর বাবা, হাঁসখালিকাণ্ডে দাবি CBI-এর।Bangla News
Continues below advertisement
ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে আদালতেও চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, সমরেন্দ্র গয়ালি প্রভাবশালী। ছেলে ব্রজ কী করেছে তা সব জানতেন তৃণমূল নেতা। ধৃতদের জেরা করে মিলেছে তথ্য, দাবি সিবিআইয়ের। হুমকি দিতে ও ভয় দেখাতে নির্যাতিতার বাড়িতে লোক পাঠান মূল অভিযুক্তের বাবা। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূল নেতা। খবর সূত্রের। নির্যাতিতা যাতে চিকিত্সা পরিষেবা না পায়, সেই ব্যবস্থাই করেছিলেন ওই তৃণমূল নেতা। শ্মশানে দেহ যাতে দ্রুত সৎকার করে ফেলা হয় এবং নির্যাতিতার পরিবার যাতে পুলিশের দ্বারস্থ না হয়, তার জন্য ভয় দেখানোর নির্দেশ দিয়েছিলেন মূল অভিযুক্তের বাবা সমরেন্দ্র। এই ব্যাপারে এখনি কিছু বলতে চান নি সমরেন্দ্র গুয়ালি।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Hanskhali এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ সিবিআই Hanskhali News Hanskhali News Today হাঁসখালি Hanskhali Case Hanskhali Case Update BJP Fact Finding Committee Hanskhali Latest News