Haroa News: ১৩ নভেম্বর উপনির্বাচন, ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে হাড়োয়ায় পোস্টার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ১৩ নভেম্বর উপনির্বাচন, ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে হাড়োয়ায় পোস্টার । হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি স্থানীয় তৃণমূলেরই অন্দরে । হাড়োয়ার বিধায়ক পদ ছেড়ে লোকসভায় জিতে বসিরহাটের সাংসদ হন হাজি নুরুল ইসলাম । দেগঙ্গা, হাড়োয়ার বিস্তীর্ণ এলাকায় ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে পড়ল পোস্টার । প্রয়াত সাংসদের পরিবারের কাউকে প্রার্থী করা হতে পারে ভেবে পড়ল পোস্টার
আরও খবর..
বিচার-সহ ১০ দফা দাবিতে ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। 'মুখ্যমন্ত্রী একবারের জন্যেও আসতে পারলেন না! উনি কেন এত নিষ্ঠুর? ১০ দফা দাবি মেনে নিতে কেন এত কষ্ট? আমরা জানি, আমাদের লড়াই ন্যায্য। প্রত্যেক জলের ফোঁটার হিসেব দিতে হবে। আর কতদিন অনশন করতে হবে, আপনি বলে দিন', মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা অনশনরত জুনিয়র ডাক্তারদের।
সিবিআইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআইয়ের আবেদনে সাড়া দিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও