Jagatdhatri Puja: ভদ্রেশ্বরে রীতি মেনে জগদ্ধাত্রী পুজোয় মহিলার বেশে দেবীবরণ পুরুষদের

Continues below advertisement

মাথায় ঘোমাটা। পরনে কারও তাঁতের শাড়ি, কারও গরদ। উলুর রোল। শঙ্খ ধ্বনি। শ্রী-বরণডালা হাতে বিদায় বেলায় দেবী জগদ্ধাত্রীকে বরণ। এই দৃশ্য মুগ্ধ হয়ে দেখল শয়ে শয়ে মানুষ। ভাবছেন কেন ? এতো স্বাভাবিক বিষয়। ভাল করে দেখুন ! এঁরা সবাই পুরুষ। মহিলার বেশে করলেন দেবীবরণ।

এটাই প্রাচীন রীতি ভদ্রেশ্বরের তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোর। ১৩ জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করলেন। উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঠাকুর দালান। ভদ্রেশ্বর তেঁতুলতলায় জগদ্ধাত্রী পুজোয় অংশ নিলেও, দশমীর বরণে মেয়েরা থাকেন না। যুগযুগ ধরে এই রীতিই চলে আসছে তেঁতুলতলার পুজোয়। নবমী পুজো আর দশমীর বরণ অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হন। মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত থাকে।

রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুরের মেয়ের বাড়ি গৌরহাটিতে একসময় হতো জগদ্ধাত্রী আরাধনা। তাঁদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেই পুজো চলে আসে ভদ্রেশ্বর তেঁতুলতলায়। বাড়ির পুজো সর্বজনীন রূপ পায়। সেসময় বাড়ির মেয়েরা পর্দানসিন ছিলেন। বাইরে বেরোতেও ভয় পেতেন। বাইরে বেরিয়ে পুজোয় অংশ নিতেন না। কিন্তু প্রতিমা বরণ তো মেয়েরাই করেন, সেই কাজ হবে কী করে? বিসর্জনের আগে তাই পুরুষরাই কাপড় পরে মহিলা সেজে বরণ করা শুরু করেন। সেই প্রথা আজও মেনে চলেছে তেঁতুলতলা বারোয়ারি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram