Birbhum: পুলিশের সামনেই বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: খেলা হবে স্লোগান দিয়ে পুলিশের সামনেই বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের ইলামবাজারে মুরগাবনি গ্রামের ঘটনা। লোকসভা ভোটের সময় বিজেপি করলেও ফল প্রকাশের পর গ্রামের বেশ কিছু পরিবার তৃণমূলে যোগ দেয়। অভিযোগ, এবার এই এলাকায় ভাল করায় তৃণমূলের প্রতাপ বেড়েছে। গতকাল রাতে বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাণ্ডব চালায়। কয়েকজনকে মারধরও করে বলে অভিযোগ। অভিযুক্ত শাসক-নেতা ফোন ধরেননি। তৃণমূলের দাবি, গ্রাম্য বিবাদকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বিজেপি।

 

বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন! খুন, ডাকাতি থেকে ব্যবসায়ীকে হুমকি, জেলে বসেই ব্লু-প্রিন্ট সুবোধের! অবশেষে সিআইডির কব্জায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহ। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে নাম জড়ায় সুবোধের। রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির 'মাস্টারমাইন্ড' সুবোধ। ২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বেলঘরিয়া থেকে ব্যারাকপুর, প্রোটেকশন মানি চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোনে অভিযুক্ত সুবোধ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram