Howrah News: উলুবেড়িয়ায় বাড়িতে বিস্ফোরণ। বেআইনি বাজি তৈরি করে মজুত করা ছিল বলে দাবি স্থানীয়দের

Continues below advertisement

ABP Ananda Live: হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িতে বিস্ফোরণ। বেআইনি বাজি তৈরি করে এখানেই মজুত করা হয়েছিল বলে দাবি স্থানীয়দের। গতকাল রাত ১টা নাগাদ  উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণ হয়। জানলা-দরজা ভেঙে যায়, দেওয়ালে ফাটল ধরে। পাশের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির মালিককে আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। এর আগে শুক্রবার সন্ধেয় উলুবেড়িয়ার বাজারপাড়ায় আতসবাজি নিয়ে খেলার সময়, আগুনে ঝলসে মৃত্যু হয় ৩ শিশুর। অগ্নিদগ্ধ হয়ে MR বাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন এক তরুণী। পরের দিনই দেড় কিলোমিটার দূরে উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া গ্রামে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটল। 

নভেম্বর মাস পড়ে গেলেও, এখনও পর্যন্ত শীতের দেখা নেই রাজ্যে। সেই আবহেই সুখবর শোনাল আবহাওয়া দফতর।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। (West Bengal Weather Updates)

আগের মতো প্যাচপ্যাচে গরম আর নেই। দুপুরের রোদ আর শরীরে তেমন জ্বালা ধরাচ্ছে না। বাতাসে শুষ্কতা বাড়ছে। এই সবই জানান দিচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত । আলিপুরের পূর্বাভাসেও মিলেছে শীতের আসার ইঙ্গিত। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় কমবে আদ্রতাজনিত অস্বস্তিও। (Kolkata Weather Updates)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram