ABP On The Spot:আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি, ৩২ ঘণ্টার বেশি ধরে চলছে আমিরুদ্দিন ববির হোটেলে তল্লাশি
Continues below advertisement
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের হোটেলে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি। ৩২ ঘণ্টার বেশি সময় ধরে এজেসি বোস রোডে আমিরুদ্দিন ববির হোটেলে তল্লাশি।গতকাল সকাল ৮ থেকে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববির।
জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 'কুবেরের ধন'। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার ১১ কোটি টাকা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর।
Continues below advertisement
Tags :
Black Money Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Scam ABP Ananda Bengali News IT Raid