Market Price: বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠীর আয়োজন, আকাশছোঁয়া মাছ আর ফলের দাম। ABP Ananda Live

Continues below advertisement

মাথার ওপর আগুন ঝরাচ্ছে সূর্য। এর মধ্যেই আজ বাংলার ঘরে ঘরে জামাই ষষ্ঠীর আয়োজন। লোভনীয় পদ সাজিয়ে জামাই আদরের তোড়জোড় শুরু হয়েছে সকাল থেকেই। মাছ আর ফলের দাম অনেকটাই বেড়েছে বলে দাবি ক্রেতাদের। জামের কেজি ৩০০ টাকা, লিচু ১৮০ আর হিমসাগর আম এক কেজির দাম পড়ছে ১০০ টাকা। জামাই ষষ্ঠীর বাজারে মাছের রাজা ইলিশের দাম হাজার পার করেছে। ৭০০ গ্রামের দাম ১১০০, এক কেজি ১৪০০ আর এক কেজির বেশি ইলিশের দাম পড়ছে ১৯০০ টাকা। ভেটকি সাড়ে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৫০০-১২০০, বাগদা ৪০০-৮০০ টাকা, চিতল মাছ ৮০০ টাকা এবং পমফ্রেট বিক্রি হচ্ছে ৭০০-সাড়ে ৮০০ টাকায়। ট্যাংরার কেজি ৭০০ টাকা।                                                          

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram