Jukti Takko: RG কর মেডিক্যালের ঘটনার পিছনে যারা আছে তাদের কোনও ক্ষমা নেই: অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

ABP Ananda Live: '৯ অগাস্ট দিনটা নানারকম খবর এল, রাজনৈতিক দলের বিভিন্ন নেতা-কর্মীরা নিজেদের মতো করে গাড়ি আটকানো থেকে শুরু নানান মন্তব্য অনেক কিছু করলেন, যদিও সেগুলিখুব একটা গুরুত্বপূর্ণ নয়। এইসব কাজগুলে বিরোধী দলগুলোকে করতেই হয়। এইধরনের ঘটনা যা গোটা সমাজের অন্তরটাকে নাড়িয়ে দিতে পারে এর পিছনে যে যারা আছে, তার রাজনৈতিক ছত্রছায়ায় যে বা যারা থেকে থাকুক না কেন তাদের কোনও ক্ষমা নেই। মুখ্যমন্ত্রীকে বলেতে শুনেছিলাম, আমি এটা সিবিআইয়ের হাতে দিয়ে দেব, আমাদের কিছু লুকানো নেই, কিছু ঢাকার নেই। বিরোধীরা বলেছিলেন এব্যাপারে মুখ্যমন্ত্রীকে দোষ  দিতে পারছি না, উনি ঠিক পদক্ষেপই করছেন। ১৪ই অগাস্ট রাত দখলের কর্মসূচি ছিল ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা প্রশাসনের বিরুদ্ধে নয়', বললেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram